আলমগীর কবীর
বুধবার গাজীপুর মহানগরের কোনাবাড়ী ও কাশিমপুর সাংগঠনিক থানার ১ থেকে ১২ টি ওয়ার্ডের মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ঘরবন্ধী গরিব দুঃখী অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাদ্য সামগ্রী ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল)।
মহামারী কোভিড-(১৯) করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে লকডাউনের কারনে সবকিছু স্থবির হয়ে পড়েছে । গরিব , অসহায়,কর্মহীন ও শ্রমজীবীদের দৈনন্দিন খাবারে সংকট দেখা দিয়েছে ,আর এই দুর্দিনে নিজ উদ্যোগে অসহায় গরিব দুঃখিদের মাঝে চতুর্থবারের মতো ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল) ।
২৯ এপ্রিল ২০২০ইং, সকাল থেকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী কাশিমপুর সাংগঠনিক থানার ১ থেকে ১২ টি ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন ।এই খাদ্য সামগ্রী গুলো, গরিব দুঃখী অসহায় দিনমজুর, প্রতিবন্ধী বিধবা খেটে খাওয়া কর্মহীন দিন আনে দিন খায় এমন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল) বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক,মাইনুল হোসেন খান নিখিলের আহবানে প্রতিটি ওয়ার্ডের নেতা- কর্মীদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী গরীব দুঃখী অসহায় দিনমজুর খেটে খাওয়া কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা এখন সময়ের দাবী। ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা যার যার অবস্থান থেকে অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন।এই মহামারী করোণা ভাইরাস যতদিন থাকবে আমার পক্ষ থেকে ততদিন খাদ্য সামগ্রী গরিবদের জন্য অব্যাহত থাকবে।
ত্রাণসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের নেতাকর্মীরা ।